২৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সান্তাহার সাইলোতে মনোনীত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণে অগ্নিদূর্যোগ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা ও অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন আদমদিঘী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জনাব আফাযের নেতৃত্বে একটি দক্ষ প্রশিক্ষক দল।
প্রশিক্ষণ কর্মশালার প্রথম পর্বে তাত্ত্বিক ক্লাসরুম সেশনের মাধ্যমে অগ্নিদূর্যোগের কারণ, প্রতিরোধমূলক ব্যবস্থা ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তীতে, সাইলো চত্বরে হাতে-কলমে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে বাস্তব প্রশিক্ষণ ও মহড়া পরিচালিত হয়।
মনোনীত কর্মচারীরা অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে করণীয় পদক্ষেপসমূহ ড্রিলের মাধ্যমে অনুশীলন করেন এবং আগুন নির্বাপণের বিভিন্ন কৌশল শেখেন। কর্মশালার শেষে ফায়ার সার্ভিসের প্রশিক্ষক দলকে তাদের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের জন্য সান্তাহার সাইলো কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস